
ইন্টারপোলের রেড অ্যালার্ট, কী করবেন ওবায়দুল কাদের?
২৪-এর গণঅভ্যুত্থানের সময় পালাবো না পালাবো না করেও ঠিকই তিনি পালিয়েছেন ওবায়দুল কাদের। নিজে পালালেও ফ্যাসিস্ট হাসিনার দলের এই সাধারণ সম্পাদক বিপদে ফেলে গেছেন দলীয় নেতা-কর্মীদের।অপরদিকে বর্তমানে বেশ আরাম আয়েশেই দিন কাটাচ্ছেন তিনি।কিন্তু প্রশ্ন হলো এবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের?…