ভিডিও বার্তায় প্রেমিকাকে যা বললেন শরীয়তপুরের জেলা প্রশাসক

‘লিজা, অনেক প্রত্যাশা ছিল আজকে তোমার সাথে আমার দেখা হবে। অনেক স্বপ্ন ছিল। আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না। কিন্তু অন্তর্যামী জানে, তোমাকে আমি ভালোবেসেছি। সেটা ভন্ডামি ছিল? নাকি ছলনা ছিল? না কোনো লোভে গিয়েছি, না তোমার শরীরের লোভে…