বক্তব্য দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির (ভিডিও)

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দিতে গেলে দ্বিতীয় পড়ে যান জামায়াত আমীর। এ সময় স্টেজে শুয়ে পড়েন তিনি। এ সময় স্টেজ থেকে ডাক্তারের বরাত দিয়ে জানানো হয়, তার পক্ষে আর বক্তব্য দেওয়া ঠিক হবে না। যদিও এরপরও বসেই তিনি বক্তৃতা শুরু করেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গরমের কারণে আমিরে জামায়াত অসুস্থ হয়ে পড়েছিলেন, চিন্তার কিছু নাই, তিনি ঠিক আছেন। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চিকিৎসকরা বলেছেন, অতি গরমের কারণে তিনি (ডা. শফিকুর রহমান) অসুস্থ হয়ে পড়েছেন।

পরে বসে বক্তৃতা শুরু করেন জামায়াতে আমির। এ সময় একইসঙ্গে তার চিকিৎসাও চলতে থাকে। পর আশপাশের স্বেচ্ছাসেবকরা তাকে বক্তৃতা দিতে সহায়তা করেন। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আপনার সবাই অনেক কষ্ট করে বসে আছেন। তাই আমিও থাকতে পারি না। আল্লাহ তায়ালা আমাকে যতটুকু সময় দিয়েছেন, ততটুকু সময় কথা বলে যাব। তিনি বলেন, আগামী দিতে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, তবে এই দলের কোনো সংসদ সদস্য প্লট বরাদ্দ নেবেন না। সরকারি কোনো অর্থেও হাত দেবেন না।

ডা. শফিকুর রহমান বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আল্লাহর ইচ্ছা ও জনগণের ভালোবাসায় জামায়াত যদি বাংলাদেশে মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না। সেবক হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, সাত দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের আজকের সমাবেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।