এইচএসসি পাশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, দৈনিক ভাতা ২০০ টাকা

দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের ৮টি বিভাগের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস এবং প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।

প্রশিক্ষণ ভাতা: প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে।

ক্লাসের সময়কাল: তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে। মোট ৭৫ টি ক্লাসে ৬০০ ঘন্টা।

যেসব জেলা থেকে আবেদন

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া।

রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ।

খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া।

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়।

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা।

সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

রেজিষ্ট্রেশনের শেষ সময়: ১২ জুন, ২০২৫ পর্যন্ত ।

লিখিত পরিক্ষার তারিখ: ১৭ জুন, ২০২৫। সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে।