সাতক্ষীরার সুপরিচিত ‘লম্বা দাঁড়ি’ খ্যাত মোঃ আব্দুল কুদ্দুস খোকা চাচার ইন্তেকাল

সাতক্ষীরার সুপরিচিত ‘লম্বা দাঁড়ি’ খ্যাত মোঃ আব্দুল কুদ্দুস খোকা চাচার ইন্তেকাল

সাতক্ষীরার একজন সুপরিচিত মুখ, ‘বাংলাদেশের লম্বা দাঁড়ি’ নামে খ্যাত মোঃ আব্দুল কুদ্দুস খোকা চাচা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

তিনি সোমবার রাতে (তারিখ উল্লেখ করুন) ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দীর্ঘ দাঁড়ির জন্য তিনি এলাকায় এবং সোশ্যাল মিডিয়ায় ছিলেন পরিচিত এক ব্যক্তিত্ব। শুধু বাহ্যিক অবয়ব নয়, তার চরিত্র ও ব্যবহারও ছিল সকলের প্রিয়। এমন সৌম্য ও সুন্দর মানুষ খুব কম দেখা যায় — স্থানীয়রা এমনই মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *