‘হাসপাতালে শুয়ে’ থাকা মোক্তার ভারতে গেলেন কিভাবে!

পারটেক্স ক্রিকেট লিগের সেক্রেটারি সাজ্জাদ হোসেন বিস্মিত! ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তাঁর দলে খেলা মোক্তার আলীর ভাষ্য অনুযায়ী এই অলরাউন্ডারের হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কথা। কিন্তু তিনি দেশের বাইরে অন্য একটি লিগে খেলতে গেলেন কিভাবে?

এ জন্য শাস্তির অপেক্ষায় থাকা মোক্তারকে যেমন বিপদে পড়তে হয়েছে, তেমনি এশিয়ান লিজেন্ডস লিগে খেলতে যাওয়া মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, ইলিয়াস সানিসহ বাংলাদেশের আরো বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় নিজেরা নিজেদের বিপদ ডেকে এনেছেন।

ভারতের রাজস্থানে আজ শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ। তবে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টকে স্বীকৃতি দেয়নি।