কুমিল্লার লালমাইয়ে সৌদিপ্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে একজন যুবদল ও আরেকজন ছাত্রদল কর্মী।
তারা হলেন- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), রাসেলের ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের হোসেন (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)। তাদের মধ্যে রাসেল মামুন বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টার টানিয়েছেন। আর ইয়াকুব হোসাইন বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন।