কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থীর ফাইনাল পরীক্ষার ফরম পূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত কলেজের বিজয় ২৪ ছাত্রাবাসের নিচতলার একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান।
পরে আকাশের বড় ভাই আরিফুজ্জামান আপেল কলেজ ছাত্রাবাসে পৌঁছে শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে ফরম পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আকাশকে অবরুদ্ধ করে নিজেদের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেন।
শিক্ষার্থীরা জানান, প্রতিজনের কাছে ৪ থেকে ৪ হাজার ২০০ টাকা করে ৪ লক্ষাধিক টাকা উত্তোলন করেন আকাশ। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন।
কিন্তু ২৫ ফেব্রুয়ারি ফরম পূরণের শেষ দিনেও টাকা দেওয়া কোনো শিক্ষার্থীর ফরম পূরণ না হওয়ায় তারা আকাশকে প্রশ্ন করেন। আকাশ দুপুর ২টার মধ্যে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ওই সময়ের মধ্যে ফরম পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা আকাশকে বিজয় ২৪ আবাসিক হলে ডেকে নিয়ে অবরুদ্ধ করে রাখেন। তারা নিজেদের টাকা ফেরত দাবি করেন।
খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও কলেজ প্রশাসন ঘটনাস্থলে যায়। তারা আকাশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, ‘আকাশ আগে টাকা নেওয়ার কথা স্বীকার করলেও সাংবাদিকদের ক্যামেরার সামনে অস্বীকার করেছে। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী বলেন, ‘আকাশের ভাই ৫৪ জন শিক্ষার্থীর ফরম পূরণ করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।
শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধির সঙ্গে যাতে পুলিশ উপস্থিত থেকে ফরম পূরণের ব্যবস্থা নেওয়া হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান বলেন, ‘কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’