‘বাবা মাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে ’, ছবি এঁকে পুলিশকে দিল ৪ বছরের শিশু

মাত্র চার বছর বয়সী শিশুর একটি অস্পষ্ট আঁকা ছবি তার মায়ের হত্যাকারীকে চিহ্নিত করতে সহায়তা করেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশর ঝাঁসির এলাকা থেকে এই শিশুটির মায়ের মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে পুলিশ এ ঘটনার কোনো কারণ খুঁজে না পেয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মামলা করে।

কিন্তু ঘটনার মোড় নেয় চার বছর বয়সী কন্যাশিশুর একটি আঁকা ছবি নিয়ে। ওই ছবিতে দেখানো হয়েছে কীভাবে তার মাকে অত্যাচার করেছে তার বাবা। আঁকা ছবির সঙ্গে লেখা ছিল ‘বাবাই মাকে খু*ন করেছে।’

পুলিশ জানায়, ওই গৃহবধূর নাম সোনালী বুধোলিয়া (২৭)। তাকে মারার পর স্বামী জানায়, শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবে সে ভেঙে পড়েছিল। এজন্য আত্মহ*ত্যা করেছে। পুলিশ শুরুতে এ ঘটনাকে আত্মহ*ত্যা মনে করলেও ‘ভুল’ ভাঙিয়ে দেয় চার বছরের কন্যাশিশু।

ওই শিশু পুলিশকে জানায়, বাবা প্রায়ই মাকে মারত। ঘটনার দিন বাবাই মাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে দেহ ঝুলিয়ে রাখে। অত্যাচারের বিবরণ তুলে ধরতে নিজের আঁকার খাতাও পুলিশের হাতে তুলে দেয় শিশুটি। এরপরই তদন্ত অন্য দিকে মোড় নেয়। পুলিশ ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, গৃহবধূর স্বামীর নাম সন্দীপ বুধোলিয়া। তিনি পেশায় ‘মেডিক্যাল রিপ্রেজ়েন্টিটিভ’। ইতিমধ্যে মেয়েকে নিয়ে খুনের অভিযোগ তুলেছে গৃহবধূর বাড়ির লোকজনও।

সূত্র: এনডিটিভি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *