জামায়াতের সততা আছে এটা মানুষ বিশ্বাস করে : রেজা কিবরিয়া

জামায়াতের বেশিরভাগই উচ্চশিক্ষিত বলে মন্তব্য করেছেন ড. রেজা কিবরিয়া। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রেজা কিবরিয়া বলেন, জামায়াত একটা শক্তিশালী এবং খুবই গণতান্ত্রিক দল। একাত্তরের জামায়াত তো এখনকার জামায়াতের সাথে একই জিনিস না। আমি জামায়াতের অনেক লোককে চিনি এরা বেশিরভাগই উচ্চশিক্ষিত এবং মেয়েদের পড়াশোনার ব্যাপারে তাদের কোন দ্বিমত নেই। তারা মনে করে এটা গুরুত্বপূর্ণ জাতির জন্য, মেয়েদের জন্য, সমাজের জন্য।

তিনি বলেন, আমি মনে করি তাদের ভালো প্রস্পেক্ট আছে। তাদের সততা নিয়ে সাধারণ মানুষ বিশ্বাস করে আমি জানিনা কতটুকু সত্য। সাধারণ মানুষ মনে করে তাদের সততা বেশি অন্য দলের চেয়ে। দেখা যাক এটা নির্বাচনের সময় বোঝা যাবে।

তিনি আরও বলেন, তাদের সমস্যা হলো যে সারাদেশে যদি তাদের উচ্চমাত্রা হলো সাড়ে আট শতাংশ ভোট এখন পর্যন্ত। নির্বাচনগুলি যদি দেখেন ইতিহাসে। আমি ধরলাম ডাবল হলো ১৬ শতাংশ ভোট কিন্তু ১৬ শতাংশে কোন ছিট তো পাওয়ার কথা না। ১৬ শতাংশ ভোটে তিন-চারটা পার্টি থাকলেও তারা জিততে পারবে না বেশি সিট। ১৬ শতাংশের কম তারা সিট পাবে এটা একটা সমস্যা। একটা এলাকার মধ্যে কনসেন্টক্রিয়েট হলে তখন ৫১ শতাংশ ভোট পেয়ে তারা একটা এমপিকে নির্বাচিত করতে পারবে সংসদে যেতে পারবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *