বাঁশ বাগানে কান্নার শব্দ, খুঁজতে ‍গিয়ে যা দেখা গেল

মেহেরপুরের গাংনীতে একটি বাঁশ বাগান থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা উপজেলার মটমুড়া গ্রাম থেকে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মটমুড়া গ্রামের মসজিদের পাশের বাঁশ বাগানের পাশ দিয়ে এক শিশু হেঁটে যাচ্ছিল। নবজাতকের কান্নার শব্দ শুনতে পেয়ে সে স্থানীয় দোকানে লোকজনকে জানায়। পরে তারা বাঁশ বাগানে গিয়ে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি কন্যাশিশু দেখতে পান।

তাকে উদ্ধার করে আনসার ও ভিডিপি সদস্যদের সাহায্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কন্যা শিশুটি সুস্থ রয়েছে।

গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পিতা-মাতার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।