২৪ ঘণ্টায় ৪ জনের লাশ উদ্ধার, জেলাজুড়ে চাঞ্চল্য

খুলনায় গত ২৪ ঘণ্টায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন বলে জানা গেছে। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে রূপসা উপজেলার জাবুসার চৌরাস্তা এলাকায় একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের পাশে পড়ে থাকা আরও এক অজ্ঞাত বৃদ্ধের (৮০) লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এদিকে সোমবার সকালে বটিয়াঘাটার কুন্ডুপাড়া এলাকায় নিজ বাড়ির পুকুর থেকে জোসনা কুণ্ডু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইন্দ্রজিত কুণ্ডুর স্ত্রী। থানার ওসি আব্দুর রহিম জানান, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে রোববার রাতে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।