হাসিনার জন্মদিনে সাকিবের শুভেচ্ছা, নেটিজেনদের ক্ষোভে তুমুল সমালোচনা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

ফেসবুক পোস্টে সাকিব আল হাসান লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা’।

এদিকে সাকিব আল হাসানের পোস্টের মন্তব্যের ঘরে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা নানা মন্তব্য করছেন।

সাকিব আল হাসানের পোস্টের কমেন্টে এস এম সাইফ মুস্তাফিজ নামের একজন মন্তব্য করেছেন, ‘ভাবতেও লজ্জা হয় এরকম একজন বেহায়া লোকের সমর্থক আমরা ছিলাম। হাসিনার সাথে এই নির্লজ্জ সাকিবকেও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা উচিত।’

রাইসুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘শয়তান কোনোদিন ভালো হয় না!’ রায়হানুল কবীর নামের একজন মন্তব্য করেছেন, ‘বদমাস, বিয়াদবদের আশ্রয়স্থল খুনি হাসিনা।’

এছাড়া, পোস্টের কমেন্টে জুনায়েদ শামস নামে একজন লিখেছেন, ‘লস প্রজেক্ট। আপা আর ফিরবে না ইনশাআল্লাহ।’ কাশেম ফারুক নামে একজন মন্তব্য করেছেন, ‘কেবলই নামজটা পইড়া আইলাম। অযুডা আছে, তাই কিছু কইলাম না।’

মাহমুদুল হক জালীস নামের একজন লিখেছেন, ‘নির্লজ্জার একটা সীমা থাকা দরকার ছিল। এতো কিছুর পরও যার মধ্যে সামান্য অনুতপ্তবোধ জাগ্রত হয়নি। তাকে কখনোই বাংলাদেশের জনতার ক্ষমা করা উচিত নয়। সাকিব! আপনি অকৃতজ্ঞ।’