মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৩ রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ্য হয়ে বাসায় ফিরল মোট ৮ জন। আজ বৃহস্পতিবার দুপুরের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আজ সকাল পর্যন্ত ৩২ জন ভর্তি ছিল। এদের মধ্যে শারীরিক উন্নতি হওয়ায় আজ দুপুরে ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা পরবর্তীতে চিকিৎসার জন্য আবার আসবে।
তিনি জানান, এই ঘটনায় গতকাল পর্যন্ত ২ জন আইসিইউতে ছিল। তাদের মধ্যে এক জনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। নাভিদ নেওয়াজ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছে। যার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। আজ যারা হাসপাতাল থেকে বাসায় ফিরল তারা হলো, তাসনুবা (১১), জাকির (৫৫) ও শ্রেয়া (৯)। গত ৩ দিনে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানান চিকিৎসকরা।