খুলনার ফুলতলা উপজেলায় বাগান থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে দামোদর মিস্ত্রিপাড়া এলাকার একটি বাগান থেকে ওই নবজাতকটির কান্না শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ফুলতলায় উদ্ধার হওয়া ফুটফুটে কন্যা শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অসংখ্য মানুষের ভিড় দেখা যায়।
ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলারা তুলি বলেন, সকালে দামোদর গাজিপাড়া ও মিস্ত্রীপাড়া এলাকার মধ্যবর্তী স্থান ফেলে যাওয়া এক নবজাতক শিশুকে দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। শিশুটিকে উদ্ধার করে ফুলতলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, নবজাতকের কান্না শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে শিশুটির অবস্থা কিছুটা অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, নবজাতকের দত্তক নিতে অনেকেই যোগাযোগ করছেন। বিষয়টি সমাজসেবা অফিস দেখবে।
ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান বলেন, বিধি মোতাবেক উপজেলা সমাজসেবা কমিটি সেভ হোমে শিশুটিকে হস্তান্তর করবেন।