উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্ত, অনেক হতাহতের শঙ্কা

আজ (সোমবার) ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর এফ -৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “আমি মাত্র পাঁচ মিনিট আগে খবর পেয়েছি যে মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট রাস্তায় রয়েছে। এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই।”

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার কিছু পরবর্তী দৃশ্য ইতোমধ্যে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের আশপাশে কয়েকজন আহত অবস্থায় পড়ে আছেন, যাদের বেশিরভাগের শরীরের অংশ পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান সময় সংবাদকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ায় কলেজের অনেক ক্ষতি হয়েছে। এতে অনেকে হতাহত হয়েছেন। এক শিক্ষার্থী মারা গেছে।

এখনো পর্যন্ত নিহত বা গুরুতর আহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। উদ্ধার তৎপরতা ও ঘটনার তদন্ত চলছে।