বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে যান তিনি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় দু’দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় মঞ্চে বসেই তার বক্তব্য শেষ করেন তিনি। পরে সমাবেশ থেকেই সরাসরি তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন জামায়াত আমির বলে জানা গেছে।