অভিনেত্রীর জন্মদিনে বিচ্ছেদ ‘উপহার’ স্বামীর

নিজের জন্মদিনে বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী সুস্মিতা রায়। আজ মঙ্গলবার অভিনেত্রীর জন্মদিনে স্বামীর সঙ্গে একজোটে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেন।

এদিন সুস্মিতাকে জন্মদিন উপলক্ষে তার স্বামী সব্যসাচী চক্রবর্তী এক পোস্টে তার স্ত্রীকে ট্যাগ করে লেখেন, ‘ভালো থাক। বড় হ আরো।

জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক।’
এরপর বিচ্ছেদের প্রসঙ্গে লেখেন, ‘আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই।

সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!’
একই সঙ্গে সেই পোস্টে তিনি অনুরাগীদের অনুরোধ জানান, তার স্ত্রীকে বা তার মন্তব্যের ঘরে যেন এর পরেই কটূক্তিতে ভরিয়ে না দেন।

আড়াই বছর আগেও সব্যসাচী-সুস্মিতা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রীর বন্ধু ও দেবর সায়ক চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, কিছু সমস্যা তৈরি হয়েছিল তাদের মধ্যে। সুস্মিতা এবং তার স্বামী বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

কিন্তু শেষ রক্ষা হল না।
এরপর বললেন, ওরা সে সময়েও একবার বিচ্ছেদের কথা ভেবেছিলেন। তার পর সব ভুলে আগের মতোই এক ছাদের নীচে বসবাস করতে থাকেন। ফলে, এই দিনটি যে দেখতে হবে সেটা একেবারেই ভাবতে পারিনি।

ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করা খুব সহজ ছিল না খুলনার মেয়ে সুস্মিতার।
স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই খবরে অনুরাগীদের মন খারাপ।