ইরাকে বিমানবন্দর ও বেসামরিক স্থাপনায় একাধিক রকেট হামলা, তারপর…

ইরাকে বিমানবন্দর ও বেসামরিক স্থাপনায় ৩টি রকেট হামলা
উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে একাধিক রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। ফাইল ছবি

উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুইটি রকেট হামলা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে হওয়া এই হামলায় দুইজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হন। এএফপির বরাতে এ তথ্য জানিয়েছেন আরব নিউজ। এছাড়া কিরকুক শহরের একটি বাড়িতে আরেকটি রকেট আঘাত হেনেছে। এর ফলে স্থাপনার কিছুটা ক্ষতি হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন এরমধ্যে একটি রকেট বিস্ফোরিত হয়নি।

কিরকুকের বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং ইরানপন্থী আধাসামরিক বাহিনীর জোট হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে, যা এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত।

তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি বলে উল্লেখ করা হয়েছে আরব নিউজের প্রতিবেদনে। কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এই হামলায় বিমানবন্দরে কোনো ক্ষতি হয়নি এবং বিমান চলাচল ব্যাহত হয়নি।

ইরাক দীর্ঘদিন ধরে ড্রোন এবং রকেট হামলার যুদ্ধক্ষেত্র এবং প্রক্সি যুদ্ধের জন্য উর্বর ভূমি হিসেবে প্রমাণিত হয়েছে। কিন্তু কয়েক দশক ধরে ভয়াবহ সংঘাত এবং অস্থিরতার পর সম্প্রতি স্থিতিশীলতার আভাস ফিরে পেয়েছে দেশটি।

গত সপ্তাহে, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের অবসানের কয়েক ঘণ্টা আগে, বাগদাদ এবং দক্ষিণ ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন রাডার সিস্টেমে আঘাত করে। পরবর্তীতে দেশটির সরকার জানায়, ড্রোন হামলার তদন্ত শুরু করেছে তারা, যদিও এখনও কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *