স্বজন হারানো এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি আরবের

ইসরায়েলি হামলায় স্বজন হারানো এক হাজার ফিলিস্তিনিকে চলতি বছর হজের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত ফিলিস্তিনিরা এ বছর সম্পূর্ণ বিনা খরচে হজ পালন করতে পারবেন।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের স্বজন ছাড়াও যেসব ফিলিস্তিনির পরিবারের সদস্যরা ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন অথবা হামলায় আহত হয়েছেন, তারাও এ বিশেষ সুবিধার আওতায় হজ পালন করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের হজ আগামী ৪ বা ৫ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, আমন্ত্রিত হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো ও হজ পালন শেষে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার।

সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীন ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করবে। ‘দুই পবিত্র মসজিদের অতিথি’ প্রকল্পের আওতায় এই ফিলিস্তিনিদের হজে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে ইসরায়েলি হামলায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।