বড় ভাইয়ের জন্মদিনের বেলুনে প্রাণ গেল ছোট বোনের

ময়মনসিংহের গফরগাঁওয়ে গলায় বেলুন আটকে রাফসা নামে সাত মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টায় উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চারিপাড়া গ্রামের রনি মিয়ার বড় ছেলে ইনানের চতুর্থ জন্মদিন ছিল সোমবার। রনি মিয়া তার ছোট কন্যা শিশু রাফসাকে খাটে রেখে সামনে কয়েকটি বেলুন দিয়ে ঘর সাজাতে থাকেন।

এ সময় শিশু রাফসা একটি বেলুন মুখে পুরে দিলে গলায় আটকে যায়। খোঁজ পেয়ে প্রথমে বেলুনটি বের করার চেষ্টা করেন। কিন্তু বের করতে না পারায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ায় পথে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন বলেন, খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জন্মদিনের আনন্দ পরিণত হয়েছে বিষাদে।