দুই শতাধিক আরোহী নিয়ে মাঝ আকাশে ‘পাইলট ছাড়াই’ প্রায় ১০ মিনিট উড়েছে একটি উড়োজাহাজ। ঘটনাটি ঘটেছে স্পেনের লুফথানসার একটি ফ্লাইটে। স্থানীয় সময় শনিবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ।
স্প্যানিশ দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ সিআইএআইএসি-এর তদন্ত প্রতিবেদনের বরাতে ডিপিএ জানিয়েছে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি ফ্রাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলগামী ফ্লাইটের সময়, এয়ারবাস এ৩২১-এ এই ঘটনা ঘটে। মূলত মাঝ আকাশে কো-পাইলটকে ককপিটে রেখে বাথরুমে যান ক্যাপ্টেন। যাওয়ার সময় তিনি কো-পাইলটকে স্বাভাবিক দেখে যান। তবে আট মিনিট পর ফিরে ককপিটে ঢুকতে ব্যর্থ হন তিনি।
আরও পড়ুনঃ ভারতের নতুন নিষেধাজ্ঞায় বড় ধাক্কা বাংলাদেশে, ঝুঁকিতে লাখো মানুষ
ক্যাপ্টেন ফিরে এসে প্রথমে দরজা খোলার নিয়মিত কোড দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, যাতে ককপিটে থাকা কো-পাইলট দরজা খুলতে পারেন। ককপিটে প্রবেশ করতে না পেরে পাঁচবার এমন করলেও কো-পাইলট দরজা খুলতে ব্যর্থ হন। এক পর্যায়ে অনবোর্ড টেলিফোন ব্যবহার করেও কো-পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। অবশেষে ক্যাপ্টেন জরুরি কোড টাইপ করে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন
ভেতরে ঢুকে ক্যাপ্টেন দেখেন, কো-পাইলটের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তিনি ঘামছেন এবং অদ্ভুতভাবে নড়াচড়া করছেন। তখন ক্যাপ্টেন কেবিন ক্রুদের সাহায্যের জন্য ডাকেন। ক্রু এবং উড়োজাহাজে থাকা একজন চিকিৎসক কো-পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়ে ক্যাপ্টেন মাদ্রিদে অবতরণের সিদ্ধান্ত নেন। সেখানে তার সহকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫
প্রতিবেদনে বলা হয়েছে, জ্ঞান হারানোর ঘটনা এতটাই আকস্মিক ছিল যে কো-পাইলট তার অক্ষমতার বিষয়ে অন্যান্য ক্রু সদস্যদের সতর্ক করতে পারেননি। সক্রিয় অটোপাইলট ফাংশনের কারণে বিমানটি স্থিতিশীলভাবে উড়তে সক্ষম হয়েছিল। ডিপিএ জানিয়েছে, ওই সময়ের ভয়েস রেকর্ড থেকে জানা গেছে, ককপিটে অদ্ভুত শব্দ হচ্ছিল, যা থেকে বুঝা যায় কো পাইলট অসুস্থ হয়ে পড়েছিলেন।
উড়োজাহাজটিতে ১৯৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। লুফথানসা ডিপিএকে জানিয়েছে যে তারা তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত এবং তাদের নিজস্ব ফ্লাইট সুরক্ষা বিভাগও বিষয়টি নিয়ে তদন্ত করেছে। তবে কোম্পানিটি তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।
আরও পড়ুনঃ সাতসকালে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা: বেজে উঠল সাইরেন, প্রধান বিমানবন্দর বন্ধ
সূত্র : নিউইয়র্ক পোস্ট