যেসব জেলা নিয়ে ‘সিটি সরকার’ গঠনের প্রস্তাব সংস্কার কমিশনের

জনপ্রশাসন সংস্কার কমিশন দেশকে ৪টি প্রদেশে ভাগ করার প্রস্তাব দিয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এই সুপারিশ জমা দিয়েছেন।

কমিশনের সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ হিসেবে গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া, ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে ‘গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি’ গঠনের সুপারিশ করা হয়েছে। কমিশন এও প্রস্তাব করেছে, ঢাকার মতো বড় মহানগরী জন্য ফেডারেল সরকার নিয়ন্ত্রিত একটি ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ গঠিত হোক, যা ভারতের নয়াদিল্লির মতো হবে। এই সরকারে নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ অন্তর্ভুক্ত করে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠন করা যেতে পারে।

এছাড়া, ইমিগ্রেশন ব্যবস্থার জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের প্রস্তাব এবং পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করার সুপারিশও রয়েছে।

বিচার বিভাগ নিয়ে কমিশন সুপারিশ করেছে, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার প্রস্তাব দিয়ে, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস নিয়োগ এবং একটি স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের। এই প্রস্তাবের উদ্দেশ্য পুলিশী তদন্তকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা।

কমিশন ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যন্ত সম্প্রসারণের এবং বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার প্রস্তাবও করেছে।

এমন সুপারিশগুলো নিয়ে একটি জুলাই চার্টার তৈরি হবে, যেখানে বিভিন্ন পক্ষের স্বাক্ষর থাকবে। রাজনৈতিক দলগুলো এই চার্টারের কতটুকু বাস্তবায়ন করবে, তা নির্ভর করবে নির্বাচনের পর।

এদিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। গত অক্টোবর মাসে বিভিন্ন সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি হয়, এর মধ্যে সম্প্রতি আরো দুটি কমিশনের প্রতিবেদন জমা দেয়া হলো।