যুবদল নেতার দোকানে শপিংয়ে গিয়ে লাঞ্ছিত মাসহ কলেজছাত্রী

নোয়াখালীর সূবর্ণচরে ঈদ শপিংয়ে গিয়ে দোকানের শাড়ি পছন্দ হয়নি বলায় কলেজ পড়ুয়া এক ছাত্রী এবং তার মা ও ভাইকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা রবিউল হোসেন কচি (৪০) ও তার ছেলে শাকিলের (১৮) বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে সূবর্ণচর প্রেসক্লাবে মা-ভাইকে নিয়ে সংবাদ সম্মেলন করে পরিবারের নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির দাবি করেন ওই ছাত্রী।

এর আগে গত শনিবার (২২ মার্চ) বিকেলে স্থানীয় হারিছ চৌধুরী বাজারে কচির দোকানে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল হোসেন কচি সূবর্ণচর ইউনিয়নের চরজুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলী গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি চরজুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও হারিছ চৌধুরী বাজারের ফ্যাশন ক্লথ স্টোরের মালিক।