নরসিংদীতে বসত ঘরে অগ্নিকাণ্ডে এক ঘুমন্ত শিশু আগুনে পুড়ে ছাই হয়েছে। নিহত ওই শিশুর নাম সুরাইয়া আক্তার (৬)।
শুক্রবার (৭ই মার্চ) সকালে চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুরে এই ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আক্তার চরাঞ্চল করিমপুরের রসুলপুর এলাকার জেলে মনির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, মাছধরা কাজের সুবাধে মেয়েটির বাবা পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে অবস্থান করছিলেন। তার মা বাড়ির পাশেই কৃষি জমিতে কাজের জন্য সকালেই বের হয়।
ধারণা করা হচ্ছে, ওই সময় বসত ঘরে সুরাইয়া একাই ঘুমিয়ে ছিল। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় ঘরেই ঘুমিয়ে থাকা শিশু সুরাইয়া আক্তারের সলিল সমাধি ঘটে।
সদর উপজেলার করিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরেই অবস্থান করছিল। বাবা-মা কেউ ঘরে না থাকায় অগ্নিকাণ্ডে বসত ঘরের সাথে মেয়েটি ভস্মীভূত হয়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টবৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।