অর্থ আত্মসাৎ চক্রের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান সেনাবাহিনীর

সেনাবাহিনীর কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এসব চক্র থেকে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, আসন্ন রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে একশ্রেণীর প্রতারক চক্র দানের অর্থ সংগ্রহের নামে প্রতারণা করছে। সম্প্রতি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মো. শাহ জামাল নামক এক প্রতারক (এনআইডি নম্বর: 196939115587993193), নিজেকে সেনাবাহিনীর ‘ক্যাপ্টেন নাফিস’ এবং স্থানীয় ‘আর্মি ক্যাম্প কমান্ডার’ পরিচয় ব্যবহার করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করছে। উক্ত প্রতারক ০১৪০১৩০০১৪৪ মোবাইল নম্বর থেকে বিভিন্ন বিত্তবান ব্যক্তিকে ফোন করে মসজিদ, মাদরাসা ও এতিমখানার জন্য অনুদান চাচ্ছে এবং দানের অর্থ ইসলামী ব্যাংক (অ্যাকাউন্ট নম্বর: 20501620100297418, যা ‘এসবি এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট) এ পাঠাতে অনুরোধ করছে। রমজান মাসে অনেক ধর্মপ্রাণ ব্যক্তি দান করতে আগ্রহী হওয়ায়, তারা প্রতারকের ফাঁদে পা দিচ্ছেন।