সিভিল সার্জন কার্যালয়ের স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে স্লোগান প্রচার

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটকে ব্যবহৃত ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করে তামাক নির্মূলের একটি স্লোগান ভেসে ওঠে। বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে চলমান স্ক্রিনে শেখ হাসিনার সেই স্লোগানে বলা হয়, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সেই ডিজিটাল স্ক্রিন খুলে ফেলেছে কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা বলেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করে আমাদের বিবৃতি আসতে পারে।’

রবিবার সকালে নাগরিক কমিটির একজন সদস্য একটি ভিডিও ক্লিপ দিয়ে জানান, সিভিল সার্জন মুন্সীগঞ্জে এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রচার করে যাচ্ছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মনজুরুল আলম বলেন, ‘নৈশপ্রহরী রাতে ডিজিটাল স্ক্রিন চালু করে দিয়েছে। আমরা বিষয়টি শুনে ডিসকার্ড করে দিয়েছি। স্ক্রিন একেবারেই খুলে ফেলেছি। এটা জেনে শুনে দেওয়া হয়নি।’ বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।