শিক্ষার্থীদের পায়ের রগের নিরাপত্তা চেয়ে জামায়াত আমিরকে যা বললেন রনি

আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, সিলেট এমসি কলেজের শিক্ষার্থী রিয়াদের র*গ* কা*টা*র প্রচেষ্টার ঘটনাকে Dr. Shafiqur Rahman কোন আদর্শ দ্বারা জাস্টিফাই করবেন? শিক্ষার্থীদের পায়ের রগের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন? বিচার চাই।

কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। সেই ঘটনায় তার উপর হামলা করেছে শিবির। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসে। শিবিরের হামলায় গুরুতর আহত রিয়াদ ছিলেন জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী। এছাড়া আনজুমানে তালামীযে ইসলামীর একজন দায়িত্বশীল তিনি। আহত রিয়াদকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী হাসপাতালে। মাথা, পিঠ ও ডান পায়ে কয়েক স্থানে জখম করা হয়েছে তার। এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কাটারও চেষ্টা করা হয়েছিল বলে জানান আহত রিয়াদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *