আ. লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে: উপদেষ্টা আসিফ

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আগে তাদের (আওয়ামী লীগ) বিচার করতে হবে। আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনা প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *