জুলাই আন্দোলনে আহতদের স্মার্ট কার্ড দিলো ইসি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদের নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্ট কার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এসএম হুমায়ুন কবীর।

এসময় বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই ২০২৪ বিপ্লবে আহত মোট ১৭৪ জনকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিক্যালে ১৩ জন, নিটোরে ৬৭ জন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *