ভোট চুরি করছি, কি করবা তোমরা: বিএনপিপন্থী জাবি শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপি সমর্থিত এক শিক্ষক ভোটকেন্দ্রে গিয়ে জাল ভোট দিয়েছেন এবং বাইরে এসে শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে তাকে বলতে শোনা যায়, “ভোট চুরি করছি, কি করবে তোমরা? শিশু মুক্তিযোদ্ধা ভিসি স্যারের ক্ষমতা আছে।” এ ধরনের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকরা যেখানে অনিয়ম ঠেকাতে ভূমিকা রাখবেন, সেখানে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, ভোট প্রক্রিয়ায় প্রশাসন নিরপেক্ষ না থাকায় বারবার অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।

এ ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষার্থীরা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। নইলে নির্বাচনের প্রতি আস্থা আরও কমে যাবে।