ডাকসুতে ভোট গণনার ত্রুটিপূর্ণ মেশিনের ভিডিও ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন শেষ হলেও এর রেশ যেনো কাটছে না। ইসলামকে সামনে নিয়ে রাজনীতি করা জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পাশাপাশি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পরাজয়ের বিষয়টি ঘুরেফিরে সামনে আসছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক কাটাছেঁড়া। এর মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নির্বাচনের সময়ে বেশ কিছু ভিডিও। যেগুলোর ক্যাপশনে, কমেন্টস বক্সে আবার নেটিজেনরা প্রশ্ন তুলছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে।

সামাজিক মাধ্যম ফেসবুকে জাহিদ এফ সরদার সাদী নামের একজন একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এক মেশিন ফলাফল ঠিক দিয়েছে, আরেক মেশিন ফলাফল ভুল দিয়েছে। ঐ মেশিনে কিন্তু দেখা যাচ্ছে জামায়াতের গুপ্ত শাখার সভাপতি ভিসি নিয়াজের লোক দাড়ি-পাঞ্জাবিওয়ালা বট বাহিনী বসে আছে, ফলাফল তো ভুল হবেই গত ১৭ বছরে হাসুবুবুর ভোট চুরির কেরামতি শিখে আসছে না গুপ্তরা???”

তার প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, নির্বাচনের সাথে সংশ্লিষ্ঠ একজন শিক্ষিকা (সম্ভাব্য) এর সাথে কথা বলছেন ভিডিও করা সেই ব্যক্তি। তাদের কথোপকথনে স্পষ্ট যে ভোট গণনার একটি মেশিন ক্রটিপূর্ণ সেই ভোট গণনা কক্ষের। যে ভিডিওটি মুহুর্তেই ব্যাপক ভাইরাল হয়েছে আর আমপাবলিকও নানা ধরণের মন্তব্য করছেন।

এই ভিডিও ছাড়াও আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যে ভিডিও’র ক্যাপশনের লেখা হয়েছে, ‘এই নেন ভোট জালিয়াতির প্রমান। সুস্পষ্ট ইলেকশন ইন্জিনিয়ারিং।’ প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, সেখানে ভোট গণনার মেশিনে দেখা যাচ্ছে ১২টার পর একটা ক্রস আর ম্যানুয়ালি ৫টার পর একটা ক্রস। অর্থাৎ এখান থেকে বোঝা যায় ভোট গণনার এই মেশিনও ক্রুটিপূর্ণ।

এই ভিডিওর কমেন্ট বক্সে এমডি মোশাররফ নামের একজন লিখেছেন, ‘ ভোট চুরির উপর বিশেষ প্রশিক্ষণ নিতে শিবির দীর্ঘ ১৬ বছর ছাত্রলীগের লুঙ্গির নিচে অবস্থান করে অভিজ্ঞতা অর্জন করেছে! আজ সেটা প্রমাণ করছে !!’ মোস্তফা কামাল নামের আরেক জন লিখেছেন, ‘হাসিনাকে হার মানিয়েছে এই ভোট ডাকাতি।’