কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয, কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন। ওই সময় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কাটারা জেলায় ধোঁয়া উঠতে দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা এই হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, এই হামলা হামাসের জ্যেষ্ঠ নেতৃত্বকে লক্ষ্য করে করা হয়েছে।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ফিলিস্তিনি আন্দোলনের আলোচক প্রতিনিধিদলকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার মূল মধ্যস্থতাকারী কাতারে ইসরায়েলের এটিই প্রথম আক্রমণ।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতার নিশ্চিত করে যে, তারা ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তার সাথে তাদের অব্যাহত হস্তক্ষেপ ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে কোন ধরনের পদক্ষেপ সহ্য করা হবে না। এ হামলার সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলেই তা জানানো হবে।