ঢাবিতে প্রবেশ করলেন ভিপি প্রার্থী সাদিক ও ইয়ামিন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী আবু সাদিক (সাদিক কায়েম) ও বিন ইয়ামিন মোল্লা নীলক্ষেত গণতন্ত্র তোরণ মঞ্চের গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে গণতন্ত্র তোরণ মঞ্চ দিয়ে প্রবেশ করেন তারা।

ভিপি প্রার্থী আবু সাদিক একাই এসেছেন এবং ভেতরে প্রবেশ করেন। অপর ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ভেতরে প্রবেশ করেন।

উল্লেখ্য, ভিপি প্রার্থী আবু সাদিক বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন এবং বিন ইয়ামিন মোল্লা সিনেটের সেমিনার রুম ভোট কেন্দ্রে ভেট প্রদান করবেন।