ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সংঘবদ্ধ রিপোর্টে আইডি ডিজেবল হওয়ার আশঙ্কা করছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ কারণে ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করে রেখেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই উভয় প্রার্থী সতর্কতামূলকভাবে তাদের অ্যাকাউন্ট বন্ধ রাখছেন বলে জানা গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাদের আইডি ডিজেবল হয়েছে বলে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সাদিক কায়েম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকাল থেকে সংঘবদ্ধ রিপোর্টের কারণে আমাদের অনেকের আইডি বারবার লগ আউট হচ্ছে। প্রচুর রির্পোট আসছে। এরমধ্যে গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খান এবং সংগঠনটির মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের ডিজেবল এখনও। আরমানেরটা উদ্ধার করতে পেরেছি। তাছাড়া আমার ও ফরহাদেরটা ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। নিরাপত্তার জন্য।
এর আগে ফেসবুক অ্যাকাউন্ট কিছু সময় ডিজেবল থাকার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে হামিম লেখেন, ‘বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ- আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ- দেখা হবে বিজয়ে!’
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। কাল ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ।