রোডম্যাপের প্রতিক্রিয়া যা জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বহু প্রত্যাশিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রোডম্যাপ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। তাই যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।

গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরণের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়া একটি রুটিন ওয়ার্ক। তবে সংস্কারের বিষয় বিবেচনা করলে আরও উত্তম হতো। সেই সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, দেশের রাজনীতি নির্বাচন ও সংস্কার নিয়ে হবে। তিনি বলেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে, কেউ করবে না, তাহলে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ইসিকে পিআর পদ্ধতি ঠিক করে রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে জামায়েত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় রোডম্যাপ নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এইসব কথা তুলে ধরেন তিনি।

এসময় দলটির নেতা ও কর্মীরা নির্বাচন কমিশনের রোডম্যাপের নানা দিকের কথা ও জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির দাবি জানান।

ডা. তাহের বলেন, আজকের এই অন্তর্বর্তী সরকার আছে, এটা তো সংবিধানে লেখা ছিলো না। সরকারকে যেভাবে মেনে নেওয়া হয়েছে, সেভাবে সংস্কারের বিষয়টি দেখতে হবে।

এদিকে রোডম্যাপ নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয় এই রোডম্যাপে আসেনি। সংস্কারের বিষয়ে সুরাহা হবার আগে এই রোডম্যাপ দেশকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির দিকে নিয়ে যাবে, সংস্কারের বিষয়টা অনিশ্চয়তায় পরে যাবে। জুলাই সনদের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলে তা গ্রহণযোগ্যতা পেতো।