গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে। কিন্তু এত চেষ্টার পরেও যখন আমাদের বিরুদ্ধে এমন নেগেটিভ প্রতিবেদন আসে, আমি সত্যিই মর্মাহত হই।’
প্রথম আলোর সিরিজ প্রতিবেদন প্রকাশের পর সম্প্রতি ফেস দ্য পিপলের মুখোমুখি হন নাজমুল করিম। সেখানে উপস্থাপকের প্রশ্নের জবাবেএসব কথা বলেন তিনি।
নাজমুল করিম খান বলেন, ‘যদি সত্যিই নেগেটিভ কিছু থেকে থাকত অনেক মিডিয়া আছে, তাদের চোখে ধরা পড়ত। একটা মাত্র মিডিয়া, শুধু তাদের চোখেই ধরা পড়ল, তারাই তিনটি সিরিজ করল। এটি সবাই বোঝে, আমি এটির জবাব আসলে জানি না।’
ঢাকায় থাকেন, কিন্তু অফিস করেন গাজীপুরে।
কেন? এই প্রসঙ্গে জিএমপি কমিশনার বলেন, ‘আমি যে বাসায় থাকি সেটি ডিআইজি কোয়ার্টার। ঢাকার গুলশানে ডিআইজিদের জন্য একটি কোয়ার্টার হয়েছে, সেখানে। নিজস্ব বাড়ি নয়। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আমি একটি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছি।
সেখানে আমার পরিবারও থাকে এবং বেতন থেকে ওই ফ্ল্যাটের ভাড়াও কেটে নেওয়া হয়।’
আমি রাস্তা বন্ধ করে মানুষের যাতায়াতে বিঘ্ন করব, এটা সম্ভব নয়। এটি যদি কেউ বলে থাকে… আমি জানি বলেছে (প্রথম আলো) উদ্দেশ্যমূলকভাবে।
প্রথম আলো কেন পরপর তিনটি সিরিজ প্রতিবেদন করল, এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রথম আলোকে আমি কোনো ইঙ্গিত করতে চাই না। আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে।
আমি যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন যুদ্ধ করি তখন প্রথম আলোর ভূমিকা আপনারা দেখেছেন। অন্যরা দেখেছে। তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে, সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমি নাজমুল শুধু এই প্রটেকশন ব্যবহার করছি না। আমার আগের কমিশনার প্রটেকশন নিয়েছেন। আমি যেদিন জয়েন করতে গিয়েছি, সেদিন টঙ্গী থেকে আমাকে প্রটেকশন দিয়েছে। এখন যদি সরকার বলে তুমি প্রটেকশন নিতে পারবে না, অবশ্যই কাল থেকে আমার প্রটেকশন থাকবে না। আমার পজিশনের কারণে আমি এটা পেয়েছি।’
গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া-আসা করায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’