চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তারের পর মালিকানা নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানাল মাই টিভি

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে মাই টিভির মালিকানা নিয়ে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তবে এসব তথ্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও অমূলক দাবি করে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি কর্তৃপক্ষ। মালিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনাকারী সংস্থা ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড।

মঙ্গলবার (২৬ আগস্ট) মাই টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যম, ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাই টিভির মালিকানা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অথচ ভিএম ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় সব নিয়ম-কানুন, আইন ও শর্ত মেনে বৈধ লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ নিয়ে টেলিভিশন চ্যানেলটি পরিচালনা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে সাংবাদিকতার নীতি, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি দৃঢ় প্রতিবাদ জানিয়েছে।

এর আগে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। ছাত্রজনতার আন্দোলনে একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।