তৌহিদ আফ্রিদির কথায় আমাকে ঘণ্টার পর ঘণ্টা পিটিয়েছে: কন্টেন্ট ক্রিয়েটর সাইম

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে সোমবার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তার নানা ভিডিও ও অতীত কর্মকাণ্ড নিয়ে আলোচনা।

কন্টেন্ট ক্রিয়েটর সাইম অভিযোগ করেন, আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কনটেন্ট বানানোর কারণে তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে পেটানো হয়। পুরো সময় ভিডিও কলে যুক্ত ছিলেন তৌহিদ আফরিদি। শুধু তাই নয়, তার হাত-পা ও চোখ বেঁধে নির্যাতন চালিয়ে শেষ পর্যন্ত মাফ চাইতে বাধ্য করা হয়।

আফ্রিদির গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। তিনি লিখেছেন, “দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গাটা দেখিয়ে দেয়।”
তার পোস্ট শেয়ার করে কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ জানান, শুধু তারা নন—কমপক্ষে ২০–৩০ জন মানুষের সাথেই একইভাবে আচরণ করেছেন আফ্রিদি। এমনকি যাদের সাথে একসাথে খেয়েছেন, তাদের সাথেও তিনি প্রতারণা করেছেন।

অভিযানের সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, “আমি পালাবো না, কোরআনের কসম আমি ওমরা করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।”

গ্রেফতারের পর রাতেই তাকে ঢাকায় আনা হয়। মঙ্গলবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৭ আগস্ট একই মামলায় গ্রেফতার করা হয়েছিল তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে।