কাদা ছোড়াছুড়ি করলে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে: এসএম ফরহাদ

সব ছাত্রসংগঠনকে বিনীত অনুরোধ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী ও শাখা সভাপতি এসএম ফরহাদ বলছেন, আমরা সবাই জুলাইয়ের আন্দোলনে একসঙ্গে ছিলাম এবং আগামীতেও একসঙ্গে থাকবো। ডাকসুতে আপনি কিংবা আমি জিতবো এই ফ্রেমিং করবেন না। ছাত্রদল কিংবা ছাত্রশিবির জিতবে এই ফ্রেমিং করবেন না।

‘‘এখানে শিক্ষার্থীরাই জিতবে। তারা আমাকে চাইলে আমাকে ভোট দেবে, আপনাকে চাইলে আপনাকে ভোট দেবে। তবে কাদা ছোড়াছুড়ি করবেন না, যিনি করবেন তাকে ছুড়ে ফেলে দেবে ছাত্রলীগের মতো। সত্যটা বলবেন, আর মিথ্যা ফ্রেমিং করবেন না।’’

আজ সোমবার (২৫ ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় একই প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএম ফরহাদ বলেন, সত্য থাকলে সাহসের সঙ্গে কোনো লুকোচুরি ছাড়া সত্যটাই বলবেন। কিন্তু কাদা ছোড়াছুড়ি একে অপরের বিরুদ্ধে যাবেন, আপনাদের ব্যাপারে শিক্ষার্থীদের যে বিরক্তি তৈরি হয়েছে তা পার্মানেন্টভাবে তৈরি করবেন না। শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ফোবিয়া তৈরি করবেন না। তাই সবার প্রতি বিনীত অনুরোধ, আমরা সবাই মিলে জিতবো। শিক্ষার্থীদেরকে জয়ী করবো।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খারে অভিযোগের জবাবে তিনি বলেন, যার বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলছেন, তার বিরুদ্ধে আজকেই মামলা করুন। আপনার কাছে যদি লিগ্যাল টিম না থাকে বা আর্থিক সামর্থ্য না থাকে, আমাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন। কিন্তু হঠাৎ করে এসব বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে কোনো লাভ নেই। আর যদি সত্যিকার অভিযোগ থাকে, তাহলে আইনি সহায়তা নিন—আমরা আপনাকে সব ধরনের সহায়তা করব।