সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।
রোববার (২৪ আগস্ট) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দুজনের ভিন্ন দুটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
সূত্র: যুগান্তর