গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চা দোকানে বাকি না দেওয়ায় অণ্ডকোষে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধ হন।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি চা দোকানে বাকি না দেওয়ায় নারীসহ দু’জনকে গুলি করেছে গোলাপ মিয়া (৩০) নামের এক যুবক। এ ঘটনায় গুলিবিদ্ধ ওয়াসিম মিয়া (৪৫) ও মর্জিনা বেগমকে (৩৫) গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ওয়াসিম মিয়া ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের (চা দোকানি) সিদ্দিক মিয়ার ছেলে ও মর্জিনা বেগম মজিদ মিয়ার স্ত্রী। অপরদিকে অস্ত্রধারী সন্ত্রাসী গোলাপ মিয়া একই গ্রামের মৃত তয়েজ প্রামানিকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া বলেন, ওই সময় সিদ্দিকের চায়ের দোকানে এসে গোলাপ মিয়া বাকিতে বিভিন্ন পণ্য চান। এতে অপারগতা জানালে গোলাপ মিয়া হঠাৎ করে পিস্তল বের করে একাধিক গুলি ছুড়েন। এতে ওয়াসিম মিয়ার অণ্ডকোষের নিচে এবং মর্জিনা বেগমের পায়ে গুলি লাগে। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এই অস্ত্রধারী সন্ত্রাসী গোলাপ মিয়া সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির আস্থাভাজন ছিলেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই অস্ত্রের উৎস খোঁজাসহ অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।