বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সাদিক কায়েমসহ শিবিরের কেন্দ্রীয় নেতারা হটাৎ করে ফেসবুকে এক লাইনের একটি স্ট্যাটাস দিচ্ছেন। আজ বুধবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পৌনে ৪টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নিজ ভেরিফায়েড আইডিতে এক লাইনের স্ট্যাটাস দেন।
এরপরই ছাত্রশিবিরের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও একই স্ট্যাটাস দেওয়া শুরু করেছেন। এ ছাড়াও সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরাও একই স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করে সরব হয়েছেন।
আরও পড়ুনঃ যৌথবাহিনীর অভিযানে এনসিপি নেতার বাবাসহ আটক ৬জন
তবে কী কারণে হঠাৎ করে এমন স্ট্যাটাস দিচ্ছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রশিবিরের এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কেন্দ্রের সভাপতি স্ট্যাটাস দিয়েছেন, তাই সবাই দিচ্ছেন। পরিষদের সর্বোচ্চ নেতা যখন একটা কথা বলেন, সেটা অবশ্যই গ্রহণযোগ্য। তাই আমাদের নেতাকর্মীরা স্ট্যাটাসটি শেয়ার করছেন।’
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ছাত্রশিবের নেতারা লেখেন, ‘যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না।’ তাদের পোস্ট করা স্ট্যাটাসের কমেন্টে নানা মন্তব্য করছেন নেটিজনরা। মোহাম্মদ ফুয়াদ নামে একজন মন্তব্যের ঘরে লিখছেন, ‘যে জীবন শাহাদাতের তামান্নায় উদ্দীপ্ত, সে জীবন কোন বাধা মানে না। এই মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।’